আমি সশ্রদ্ধচিত্তে শপত করিতেছি যে, সততাই সর্বত্তম নীতি এই মূলমন্রে বিশ্বাসী হইয়া স্বাধীনতার চেতনা ধারনপুর্বক একজন সৎ নিষ্টাবান ন্যায়পরায়ন সমাজ-সচেতন ও দেশপ্রেমীক নাগরিক হিসাবে নিজেকে গড়িয়া তোলাই ব্রতী হইবে। আমি আরও অঙ্গীকার করিতেছিযে, দেশ মানুষ ও সমাজের সেবায় নিজেকে নিয়োজিত রাখিব এবং জলবায়ু ও পরিবেশ সংরক্ষণ,দারিদ্র বিমোচন, কর্মসংস্থানের বিকাশ, জনগনের জীবনমানের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির প্রধান প্রতিবন্ধক দুর্নীতি প্রতিরোধে এবং দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনা গড়িয়া তোলার ক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালন করিব। আমি সর্বদা লেখা পড়ায় মনযোগী থাকিয়া গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল থাকিব। আমি নিজে কোন অন্যায় ও দুর্নীতি করিব না এবং কোন অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না।